বরিশাল নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা রুপাতলী এসিআই অ্যানিমল হেলথ স্টোরের হেলপার পদে কর্মরত ছিলেন।
নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী জিহাদ বলেন, রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রুপাতলী বাস টার্মিনালের দিকে রওয়ানা দেন। এসময় ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাসেল ও জুয়েল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম দুই যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে এ ঘটনার পরপরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়েছে বলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







