The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আপডেট: মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

ট্রেনে মিলল গাঁজা, দুই নারী গ্রেপ্তার

ট্রেনে মিলল গাঁজা, দুই নারী গ্রেপ্তার

ট্রেনে যাচ্ছিলো মাদকদ্রব্য গাঁজার চালান। রেলওয়ে স্টেশনে অবস্থান করছিল পুলিশ। চৌকস পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি দুই নারী মাদক কারবারি। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনে একটি ট্রেন তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা চার কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। করতোয়া এক্সপ্রেস ট্রেনে এ মাদক বিরোধী অভিযান চালানো হয়। 

মঙ্গলবার (১৯ মার্চ) সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুই নারী মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট ভাদুর বটতলার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৮) এবং একই এলাকার আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৯)।

রেলওয়ে পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চালানোর সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে করতোয়া এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে পৌঁছালে যাত্রী বেশে থাকা দুই নারীর কাছে বিশেষ কায়দায় হেফাজতে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

 

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.