The Daily Adin Logo
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

শনিবার, ০৩ মে ২০২৫

আপডেট: শনিবার, ০৩ মে ২০২৫

চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ধারী মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ধারী মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সাংবাদিক পরিচয়ে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে মাছুরা টুনি নামের এক নারীকে পুলিশে সোপর্দ করেছে  স্থানীয় জনতা। পরে ওই নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। 

শনিবার ( ৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর পৌর শহরের ৬নং ওয়ার্ডের কাজীপাড়ায় খালেকের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাছুরা টুনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী গ্রামের মো. আ. হালিমের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মাছুরা টুনি নিজেকে সাংবাদিক পরিচয়ে ‘জনতার ইশতেহার’ ও‘ দৈনিক তুলশীগঙ্গা’ পত্রিকার প্রেস কার্ড ব্যবহার করে চলাফেরা করতেন। এ সুযোগে তিনি জীবননগরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করতেন এবং নিজেও মাদক সেবন ও কারবারে জড়িত ছিলেন।

আটকের সময় তার ভাড়া বাড়ি থেকে ভারতীয় মদের খালি বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ‘নিয়মিত টহলের সময় স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মাছুরা টুনির ঘর থেকে মাদক উদ্ধার করে। পরে তাকে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।’

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.