The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পিরোজপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, জেলা সভাপতি ইমরান খান রাসেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলায় যৌথ বাহিনীসহ যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এর আগে দিনব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন একটি কনভেনশন হলে নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নবগঠিত পিরোজপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.