The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

টুঙ্গিপাড়ায় ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিন কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক নবীর শিকদার (৩৫)। তিনি দক্ষিন কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন।

তিনি জানান, ‘গ্রেপ্তার নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় ৩১টি মাদক মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীরকে গ্রেপ্তার করতে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তল্লাশিতে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.