জীবন কখনোই শুধু আনন্দের কোনো গিফট বক্স নয়, বরং আনন্দ–বেদনার মোড়কে বাঁধা এক বাস্তবতা। সেই বাস্তবতার ভেতর দিয়েই পেরিয়ে গেছে ২০২৫ সাল। নতুন উদ্যম আর নতুন আশার বার্তা নিয়ে ২০২৬ সালে পা রেখেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও নতুন বছর ঘিরে প্রকাশ করছেন নিজেদের ভাবনা ও প্রত্যাশা।
চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ভিন্নধর্মী এক মন্তব্যে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, “নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।”
সুমির এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসা ও শুভেচ্ছার বন্যা বইছে। কেউ তার রূপের প্রশংসা করেছেন, কেউ আবার নতুন বছরের শুভকামনা জানিয়েছেন। একজন মন্তব্য করেন, “মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করতো।”
শিজুল ইসলাম লেখেন, “ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।” রিয়াজ উদ্দিনের মন্তব্য, “পূর্ণতা।” পরামর্শ দিয়ে রাফি লেখেন, “লাল টিপ পইরেন।” তুলতুলি লেখেন, “চাওয়াটা পূর্ণতা পাক রে।” নতুন গানের আবদার জানিয়ে আল আমিন লেখেন, “নতুন বছরে নতুন গান চাই আপু।”
এভাবেই নতুন বছরের শুরুতেই ভক্তদের ভালোবাসা আর প্রত্যাশায় সিক্ত হচ্ছেন চিরকুটের এই জনপ্রিয় শিল্পী।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







