The Daily Adin Logo
বিনোদন
চিত্রলোক প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন সালমা

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন সালমা

২০১১ সালে পারিবারিকভাবে কণ্ঠশিল্পী সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা স্নেহা। তবে ২০১৬ সালে দাম্পত্য জীবনের ইতি টানে এই সম্পর্ক।


তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন সালমা। পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয়ও করিয়ে দেন তিনি। তবে সাত বছর পর সেই সংসারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে, যা জানান স্বামী সানাউল্লাহ নূরে।


সানাউল্লাহ নূরেকে বিয়ের পর প্রথম সন্তান স্নেহাকে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সামনে আনতেন না সালমা। তবে সাম্প্রতিক বিচ্ছেদের ঘটনার পর মেয়েকে নিয়ে একটি আবেগঘন দীর্ঘ পোস্ট দেন এই গায়িকা।


গতকাল ছিল স্নেহার জন্মদিন। এই উপলক্ষেই ফেসবুকে হৃদয়ছোঁয়া অনুভূতি প্রকাশ করেন সালমা। তিনি লেখেন,“আজকে আমার স্নেহার জন্মদিন, আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল।”


নিজের মাতৃত্বের শুরুর দিনের কথা স্মরণ করে সালমা আরও লেখেন, খুব অল্প বয়সেই তিনি মা হয়েছিলেন। তখন নিজেই ছিলেন শিশু। সন্তানকে কোলে নিতে গিয়ে ভয়, মায়া আর অজানা অনুভূতির কথা তুলে ধরেন তিনি।


মেয়েদের ভবিষ্যৎ নিয়ে গভীর দোয়া ও উপদেশও দেন সালমা। তিনি লেখেন,“এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সব সুখ-শান্তি পাও। আকাশের মতো বিশাল হও, যেন কেউ সহজে আঙুল তুলে কিছু বলতে না পারে।”


পোস্টের শেষাংশে তিনি মেয়েকে আত্মনির্ভর হওয়ার বার্তা দিয়ে বলেন,“নিজেকে আলো বানাবে। অন্যের আলোয় ভরসা করবে না। নিজের আলো থাকলে যত বাধাই আসুক, ঠিক পথ খুঁজে পাবে।”


মেয়ের সুস্থতা ও সুখ কামনা করে সালমা লেখেন,“তুমি ভালো থাকলে আমার দুনিয়াই সুখের জান্নাত।”

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.