The Daily Adin Logo
বিনোদন
বিনোদন প্রতিবেদক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফানুশের অনুভূতি ছুঁল মিলিয়ন হৃদয়

ফানুশের অনুভূতি ছুঁল মিলিয়ন হৃদয়

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ভুবনে নতুন আলোচনার নাম ‘ফানুশ’। মাত্র দুই বছরের আনুষ্ঠানিক পথচলায় তারা এর মধ্যেই শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে। এর প্রমাণ মিলেছে সম্প্রতি তাদের দ্বিতীয় গান ‘অনুভূতি’ প্রকাশের এক বছরের মাথায়ই মিলিয়নের মাইলফলক অতিক্রম করার মধ্য দিয়ে।

প্রায় আট বছরের প্রাথমিক যাত্রার পর ২০২২ সালের শেষের দিকে সামাজিক মাধ্যমে সক্রিয় হয় ব্যান্ডটি। তবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২৩ সালের শেষের দিকে, তাদের প্রথম অ্যালবাম ‘উন্মাদ’ নিয়ে। অ্যালবামের প্রথম গান ‘লিলাবালি’ প্রকাশের পরপরই ব্যান্ডটি শ্রোতাদের কানে পৌঁছায় এবং অল্প সময়েই আলোচনায় আসে। এরপর গত বছরের অক্টোবরে প্রকাশিত হয় অ্যালবামের দ্বিতীয় গান ‘অনুভূতি’।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। শ্রোতারা গানটির গভীর আবেগময় শব্দ এবং সুরে নিজেদের খুঁজে পান।

অনেকেই মন্তব্য করেছেন, ‘ফানুশের’ গানে তারা পেয়েছেন নতুনত্বের স্বাদ এবং পুরোনো দিনের ব্যান্ডসংগীতের নস্টালজিয়া।

শ্রোতাদের এমন ভালোবাসা পেয়ে ফানুশের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তাদের মতে, ‘এই অর্জন তাদের জন্য শুধু আনন্দেরই নয়, বরং ভবিষ্যতে আরও ভালো গান তৈরি করার অনুপ্রেরণা। তারা বিশ্বাস করেন, সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করাই তাদের প্রধান দায়িত্ব, আর এজন্য তারা সবসময় চেষ্টা চালিয়ে যাবেন।’

ব্যান্ডটির যাত্রা এখনো প্রাথমিক পর্যায়ে হলেও ধারাবাহিক সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে, তারা সামনে দীর্ঘ পথ অতিক্রম করবে।

এ প্রসঙ্গে সংগীতবোদ্ধারা মনে করেন, ‘ফানুশের’ গানে যে আন্তরিকতা ও প্রাণ আছে, সেটিই তাদের অন্যদের থেকে আলাদা করছে। তাই নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে এ ব্যান্ড এর মধ্যেই একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠছে।

এরই মধ্যে ‘ফানুশ’ ভক্তদের জন্য আরেকটি চমকপ্রদ খবর জানিয়েছে। খুব শিগগিরই তারা প্রকাশ করতে যাচ্ছে তাদের অ্যালবামের তৃতীয় গান ‘নগ্নতা’সহ আরও একটি গান।

ব্যান্ডের ভোকাল জিসান খান শুভ জানান, ‘এই দুটি গানও ভিন্ন স্বাদের হবে এবং শ্রোতারা আগের মতোই নতুন আবেগের অভিজ্ঞতা পাবেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.