The Daily Adin Logo
স্বাস্থ্য
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বেস্ট অব অ্যাসকো এবং এমওএসবি ক্যান্সার কংগ্রেস ২০২৫’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বেস্ট অব অ্যাসকো এবং এমওএসবি ক্যান্সার কংগ্রেস ২০২৫’

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘বেস্ট অব অ্যাসকো এবং এমওএসবি ক্যান্সার কংগ্রেস ২০২৫’। দুই দিনব্যাপী (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ।

মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ (এমওএসবি)-এর আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দেশি-বিদেশি ৭০০-এর বেশি বিশেষজ্ঞ, গবেষক, চিকিৎসক ও শিক্ষার্থী অংশ নেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারতসহ বিশ্বের প্রায় ১০টি দেশ থেকে আগত ৩০ জনেরও বেশি প্রখ্যাত বিদেশি ক্যান্সার বিশেষজ্ঞ বক্তৃতা প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশের ৪০ জনেরও বেশি অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসক বৈজ্ঞানিক সেশন পরিচালনা করেন।

এ সম্মেলনে মোট ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক বক্তৃতা, উপস্থাপনা ও স্যাটেলাইট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়, যেখানে ক্যান্সার চিকিৎসায় সর্বশেষ আবিষ্কার, গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, প্রিসিশন মেডিসিন এবং প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আলোচনা হয়।

মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. পারভীন শাহিদা আক্তার বলেন, ‘আন্তর্জাতিক মানের এই আয়োজন বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ও গবেষণাকে আরও গতিশীল করবে। বিশ্বসেরা বিশেষজ্ঞদের জ্ঞান বিনিময় এবং অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিৎসকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।’

সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ক্যান্সার রোগীদের জন্য এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন ভবিষ্যতে চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.