The Daily Adin Logo
তথ্য-প্রযুক্তি
রূপালী প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’। এতে কানেক্টিভিটি তথা ইন্টারনেট পার্টনার হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড।

আইসিটি জাম্বুরিতে সর্বোচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস এবং আম্বার আইটি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ স্কাউটসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক। আর আম্বার আইটি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল।

এ সময় বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের যুগ্ম আহ্বায়ক আরিফ রাইয়ান, সহকারী পরিচালক লিয়াকত হোসেন, তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন রুবেল, কে এম কাউসার সাজ্জাদ সজল ও হাফিজুর রহমান এবং আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান হিটলার এ. হালিম উপস্থিত ছিলেন।

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’-এ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও গেমিং নিয়ে সেশন, রোবট প্রদর্শনী, প্রজেক্ট প্রতিযোগিতা থাকবে। থাকবে ক্যাম্পিং।

আম্বার আইটি এসব আয়োজনে নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সরবরাহ করবে এবং সবার জন্য ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে দেবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.