ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নিকোলাস মাদুরোকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাকে কোথায়, কীভাবে আটক করা হয়েছে কিংবা বর্তমানে তাকে কোন দেশে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বৃহৎ পরিসরে সফল অভিযান পরিচালনা করেছে। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করে আনা হয়েছে।’
এই দাবির পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলার সরকার কিংবা দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাদুরোর অবস্থান নিয়েও সরকারি কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, যদি এই দাবি সত্য হয়ে থাকে, তবে এটি হবে লাতিন আমেরিকার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের একটি বড় ঘটনা। এর আগে ১৯৮৯ সালে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








