The Daily Adin Logo
জাতীয়
নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

আপডেট: শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ঢাকার মনোনয়নপত্র বাছাই-সিদ্ধান্ত আজ

ঢাকার মনোনয়নপত্র বাছাই-সিদ্ধান্ত আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য দাখিলকৃত ২৩৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার (৩ জানুয়ারি)। প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেবেন।

রাজধানীর দুটি পৃথক স্থানে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে ঢাকা মহানগরীর ১৩টি আসনের। আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাছাই হবে বাকি আসনগুলোর মনোনয়নপত্র।

এরইমধ্যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের হলফনামার তথ্যসহ সার্বিক বিবরণী গুছিয়ে রেখেছে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা।

প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত বিধান অনুযায়ী মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত দেবেন।

ঢাকার ২০ আসনে দলীয় প্রার্থী হতে আগ্রহীসহ স্বতন্ত্র মিলিয়ে ২৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে বাছাই শুরু হয়ে যা চলার কথা ৪ জানুয়ারি রোববার পর্যন্ত।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবক ও সমর্থক এবং প্রার্থীর আইনজীবীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন।

রিটার্নিং অফিসার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আজ শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা।

বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে একজন রিটার্নিং অফিসার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ নম্বর অনুচ্ছেদে বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ঋণখেলাপি হওয়া, আয়কর সংক্রান্ত জটিলতা, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, আইনগত যোগ্যতার ঘাটতি-এসব কারণে মনোনয়ন বাতিল হতে পারে।

দলীয় প্রার্থী হতে দলীয় প্রত্যয়নের বাধ্যবাধকতা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন বা সাবেক সংসদ সদস্য হলে চলবে। সমর্থন তালিকা থেকে দ্বৈচয়নের ভিত্তিকে বাছাই করে সঠিকতা যাচাই করে রিটার্নিং অফিসার সিদ্ধান্ত দিয়ে থাকেন।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.