The Daily Adin Logo

চতুর্থ দিনের আপিলে আরও ৫৩ জন ফিরে পেলেন প্রার্থিতা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

চতুর্থ দিনের আপিলে আরও ৫৩ জন ফিরে পেলেন প্রার্থিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানিতে আরও ৫৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া ১৭টি আপলি আবেদন না মঞ্জুর করেন এএমএম নাসির উদ্দিন কমিশন। এ কথা জানিয়েছেন নির্বাচন আয়োজনকারী সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এদিন ৭০টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। 

সারাদিন ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হয়। এ নিয়ে ৪ দিনের আপিল শুনানি শেষে ২০৩ জন প্রার্থিতা ফিরে পেলেন। এএমএম নাসির উদ্দিন কমিশনে মোট ৬৪৫ জন আপিল দায়ের করেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০০ আসনে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। 

এরআগে সোমবার আপিল শুনানিতে ৪১ জন প্রার্থিতা ফিরে পান। আর আপিল শুনানিতে ২৪টি আবেদন না-মঞ্জুর হয় এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। 

পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার দায়ের করা ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।

গত রোববার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। অপর ৭টি আবেদন না-মঞ্জুর হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে মঞ্জুর করা হয় ৫২টি আপিল। না-মঞ্জুর করা হয় ১৫টি আপিল। এর মধ্যে একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয়।

ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গত শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.