The Daily Adin Logo
রাজনীতি
রূপালী প্রতিবেদক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

৪৪ বার রক্তদান করলেন ছাত্রদল নেতা তারিক

৪৪ বার রক্তদান করলেন ছাত্রদল নেতা তারিক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জীবনের অন্যতম মহৎ দায়িত্ব হিসেবে রক্ত দানকে তুলে ধরছেন। এ পর্যন্ত তিনি ৪৪ বার রক্তদান করেছেন। সর্বশেষ শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি একজন রোগীর জন্য রক্ত দিয়েছেন এবং এর মাধ্যমে ৪৪ বার রক্তদানের মাইলফলক স্পর্শ করেন।

তরিকুল ইসলাম তারিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘রক্তদান শুধু একটি মানবিক দান নয়, এটি জীবনের প্রতি আমাদের দায়িত্বও বটে। যতদিন সুস্থ থাকব, ততদিন রক্তদান চালিয়ে যেতে চাই। এটি আমাকে আনন্দ দেয় এবং আশা করছি অন্যদেরও অনুপ্রাণিত করে।’

ছাত্রদল নেতার এই উদ্যোগ শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সহস্রাধিক সংকটাপন্ন রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন। তার কর্মসূচি অনুযায়ী, শুধু নিজের রক্ত দান নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও তিনি এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য রোগীর হাসপাতালে ভর্তি, শয্যার ব্যবস্থা, আইসিইউ ও সিসিইউ ব্যবস্থা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অস্বচ্ছল রোগীদের আর্থিক সহযোগিতাও করেছেন তরুণ এই ছাত্রনেতা।

তরিকুল ইসলাম তারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং তিনি বর্তমানে জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত। শৈশব থেকেই সমাজসেবার প্রতি তার আগ্রহ ছিল; আর সেই আগ্রহই তাকে রক্তদানের মতো মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে করে থাকেন।

তারিক বলেন, ‘রক্তদানের ক্ষেত্রে নিয়মিত থাকা খুব জরুরি। এটি শুধু অসহায় রোগীদের জীবন বাঁচায় না, বরং সমাজেও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে। যারা এখনো রক্তদান করেননি, তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাই।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.