The Daily Adin Logo
প্রবাস
এসএম শাফায়েত, ইউএই ব্যুরো

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: রাষ্ট্রদূত তারেক আহমেদ

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: রাষ্ট্রদূত তারেক আহমেদ

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—এমন খবরের কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি এটিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক প্রচারণা’ বলে অভিহিত করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত সরকার। 

সংবাদে দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে এবং চাকরি, ব্যবসা ও পর্যটন ভিসায় এ সব দেশের নাগরিকরা প্রবেশ করতে পারবেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলোর মধ্যে রয়েছে—উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ। অভিযোগ করা হয়, এসব দেশের নাগরিকদের কর্ম ও পর্যটন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করেছে আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষ।

কিন্তু এ বিষয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে বলেছেন, ‘সরকারি চ্যানেলে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি। এটি নিছক অপপ্রচার ছাড়া কিছু নয়।’

তিনি আরও জানান, সম্প্রতি বেশ কয়েকটি ভিসা প্রসেসিং ওয়েবসাইট থেকে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.