The Daily Adin Logo
খেলা
ক্রীড়ালোক প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নির্বাচন ও শিরোপার চ্যালেঞ্জে বার্সেলোনা

নির্বাচন ও শিরোপার চ্যালেঞ্জে বার্সেলোনা

২০২৫ সালটি ছিল এফসি বার্সেলোনার জন্য সাফল্যে ভরা এক বছর। এই সময়ে ক্লাবটি জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে দলটি পেয়েছে নতুন ছন্দ ও আত্মবিশ্বাস। চলতি মৌসুমেও লিগ শিরোপা ধরে রাখার পথে রয়েছে কাতালান জায়ান্টরা। লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।


তবে ২০২৬ সাল বার্সেলোনার সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। এই বছরই অনুষ্ঠিত হবে ক্লাবটির সভাপতি নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা, যিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


লাপোর্তা জানিয়েছেন, তিনি কেবল নিজের জয়ের দিকেই নজর দিচ্ছেন না, বরং একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ভাষায়, ‘আমি আশা করি, এফসি বার্সেলোনার সভাপতির নির্বাচন হবে গণতন্ত্রের এক উৎসব, যেখানে সদস্যদের অংশগ্রহণ হবে ব্যাপক।’


তবে লাপোর্তার প্রত্যাশার তালিকায় শীর্ষে রয়েছে মাঠের সাফল্য। তিনি চান ২০২৫ সালের অর্জনের ধারাবাহিকতা ২০২৬ সালেও বজায় থাকুক। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নতুন বছরে আমি চাই, এই মৌসুমে আমরা যেন ভালো খেলতে থাকি এবং আরও শিরোপা জিতি, যাতে সারা বিশ্বের বার্সেলোনা সমর্থকেরা খুশি থাকে।’


লাপোর্তার মতে, কোচ হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা যেন স্পেনের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে। এই লক্ষ্যকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী।


লাপোর্তার তৃতীয় প্রত্যাশা ছিল মানবিক। তিনি বিশ্বজুড়ে শান্তি, সংহতি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। সভাপতি বলেন, ‘আমি চাই, সারা বিশ্বে শান্তি ও সংহতি থাকুক এবং সবাই সুস্থ থাকুক।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.