The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

‘ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব’

‘ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব’

ইসলামাবাদ ও রিয়াদের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক দিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে। জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

আসিফ জোর দিয়ে বলেন, ‘যদি পাকিস্তান বা সৌদি আরবের ওপর যেকোনো দিক থেকে আক্রমণ হয়, তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং আমরা একসঙ্গে জবাব দেব।’

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ মন্তব্য এলো। গত মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাল্টা সন্ত্রাসবিরোধী অভিযান চালায়।

এই সপ্তাহের শুরুতে রিয়াদে স্বাক্ষরিত চুক্তিটির আনুষ্ঠানিক নাম ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’। এতে বলা হয়েছে, যেকোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ যৌথভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেবে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সৌদি আরবের পর আরও কয়েকটি দেশ ইসলামাবাদের সঙ্গে অনুরূপ কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে এ চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর আমরা দেখেছি। সরকার আগে থেকেই জানত যে দীর্ঘদিনের ব্যবস্থাটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এর প্রভাব পর্যবেক্ষণ করব। সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘নয়াদিল্লি চুক্তিটিকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ হিসেবে স্বীকার করছে, তবে ভারতের জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.