The Daily Adin Logo
রাজধানী
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

যাত্রা শুরু

যাত্রা শুরু

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নগরীর অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা সুলেমান রেস্টুরেন্টের দোতলায় আধুনিক ও সুসজ্জিত পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার এক জাঁকজমকপূর্ণ ডিনার পার্টির আয়োজন করা হয়। 

রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর আমন্ত্রণে এই ডিনার পার্টিতে বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকা, সংস্কৃতি ও মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সমাজসেবক এবং শহরের বিভিন্ন পর্যায়ের গুণীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন পার্টি সেন্টারের নান্দনিক সাজসজ্জা, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিসেবার মান ঘুরে দেখেন। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জন্মদিন, বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা, ইফতার পার্টি, কর্পোরেট অনুষ্ঠানসহ নানা সামাজিক আয়োজনের জন্য পার্টি সেন্টারটি উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

ডিনার পার্টিতে সুলেমান রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের পাশাপাশি বিশেষ মেনু পরিবেশন করা হয়েছিলো, যা অতিথিদের মধ্যে বারতি আকর্ষণ যোগ করেছে। 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান নতুন এই উদ্যোগের মাধ্যমে মানসম্মত আয়োজন ও সেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও নতুন কিছু সংযোজনের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। 

বিনোদন অঙ্গনের তারকাদের ঝলমলে উপস্থিতি অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। সব মিলিয়ে সুলেমান হোটেল এন্ড রেস্টুরেন্টের দোতলায় পার্টি সেন্টারের উদ্বোধন ও ডিনার পার্টি শহরের সামাজিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.