The Daily Adin Logo
প্রান্তলোক
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নগরের খুলশী থানায় অপমৃত্যুর মামলা করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন বাড়ির মালিক রয়েছেন।

রোববার (০৪ জানুয়ারি) সকালে নগরের লালখান বাজার এলাকার একটি বাসা থেকে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শিশুটির পরিবারের দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করবে, এটা মানতে পারছেন না। লাশের পা মাটির সঙ্গে লাগানো ছিল। বিষয়গুলো তিনি পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত হয়। শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কি না, সে পরীক্ষাও করা হয়। ময়নাতদন্তসহ অন্যান্য পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের কোনো আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্নও পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছ। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.