The Daily Adin Logo
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ০৩ মে ২০২৫

আপডেট: শনিবার, ০৩ মে ২০২৫

নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে আ.লীগের জমি দখল

নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে আ.লীগের জমি দখল

নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা নিজেদের বিএনপি সমর্থক দাবি করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২ মে) দিবাগত রাতে উপজেলার খাসের হাট রাস্তার মাথায় জমি দখলের এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমাদের মালিকানা ১ একর ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করছে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন ও তার সঙ্গীরা।

তারা বলেন, গত ৫ আগস্টের পর তারা নিজেদেরকে বিএনপি সমর্থক দাবি করে আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। শুক্রবার রাতের আঁধারে শেখ ফরিদ ৩ থেকে সাড়ে ৩ শতাধিক সন্ত্রাসী ভাড়া করে ভেকু মেশিন দিয়ে আমাদের জমির মাটি কেটে দখল করে নেয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করলে আমরা নিরাপদে সরে গিয়ে আশ্রয় নিই। কিন্তু এ সময় আমাদের সঙ্গে থাকা ফাতেমা আক্তার নামে এক আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। পরে আমি ৯৯৯ এ ফোন করলে তারা চরজব্বর থানার পুলিশের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বললে পুলিশকে একাধিক বার কল করলেও আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ আসেনি। আমরা দখদারদের উপযুক্ত বিচার চাই। 

এ ব্যাপারে চরজব্বর থানার ওসি  শাহীন মিয়া বলেন,  ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গিয়ে অভিযোগকারী কাউকে ঘটনাস্থলে পায়নি এবং আজ দুপুর পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.