রাজশাহী স্টেশনে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় নিচে পড়ে রূপা বেগম (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রূপা বেগমের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার তিউরকুড়ি গ্রামে। তার স্বামী অনিক ঢাকা একটি ফার্নিচারের দোকানে কর্মরত।
প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রা শুরু করার সময় রূপা ও তার স্বামী রাজশাহী স্টেশনে ট্রেনে ওঠার চেষ্টা করেন। তবে ট্রেনের সঙ্গে পৌঁছানোর আগেই এটি চলতে শুরু করে। দ্রুত তারা তাদের সঙ্গে আনা বিছানাপত্র ট্রেনে তুলতে গেলে রূপা ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক এবং রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







