রাজধানীর গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হলো তিন দিনব্যাপী ‘পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশ ২০২৬’।
১০ জানুয়ারি পর্যন্ত পুরান ঢাকার গেন্ডারিয়ায় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে। ৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত কাজের শিক্ষা রপ্ত করাই এই সমাবেশের মূল লক্ষ্য।
এবারের সমাবেশে অংশগ্রহণকারী শিশুদের মহান দুই বাংলাদেশি বিজ্ঞানী-আচার্য জগদীশ চন্দ্র বসু এবং বিজ্ঞানাচার্য সত্যেন বসু-এর নামে দুটি পৃথক দলে বিভক্ত করা হয়েছে। এই নামকরণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার বিজ্ঞান চর্চার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ লাইন্সের আরআরএফের কমান্ড্যান্ট রুমানা আক্তার।
প্রথম দিন ৮ জানুয়ারি প্রতিযোগিতার শুরুতেই থাকছে ছড়া গান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, দলীয় নাচ এবং বিভিন্ন খেলাধুলা।
দ্বিতীয় দিন ৯ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ছবি আঁকা, একক অভিনয় ও গল্প প্রলার প্রতিযোগিতা। কুচকাওয়াজ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ারী বিভাগের এডিসি আকরামুল হাসান। সমাবেশের সবচেয়ে আকর্ষণীয় অংশ ‘তাবু জলসা’ অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিন সন্ধ্যায়। তৃতীয় দিন ১০ জানুয়ারি সমাপনী দিনে থাকবে সাধারণ নৃত্য, লোক নৃত্য ও দলীয় অভিনয়ের প্রতিযোগিতা।
এ ছাড়া বিশেষ অতিথি বিচারকরা শিশুদের ‘তাবু সজ্জা’ পরিদর্শন করবেন।

সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে এই উৎসবের পর্দা নামবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন এভারকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ মাহমুদ।
পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশের ‘সমাবেশ অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করবেন ড. সৈয়দ হাসান আব্দুল্লাহ এবং ‘সমাবেশ সচিব’ হিসেবে দায়িত্ব পালন করবেন এহেতেশাম খান সিদ্দিকী হিমেল।
কিশলয় কচিকাঁচার মেলার এই আয়োজন শিশুদের সৃজনশীল বিকাশ ও সামাজিকীকরণে এক অনন্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









