The Daily Adin Logo
জাতীয়
নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

হেঁটেই জানাজার দিকে যাচ্ছে মানুষ

হেঁটেই জানাজার দিকে যাচ্ছে মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। যানজট এবং কঠোর নিরাপত্তার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং অনেক মানুষ হেঁটেই জানাজার স্থান- মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড ও তালতলাসহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল মিরপুর ও মহাখালী-বনানীমুখী সড়কে যানবাহন চলাচল করছে। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলাসহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। 

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের যেমন ভিড় বেড়েছে তেমনি তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শিশুমেলা, শেরে বাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকার মূল সড়ক, অলিগলিতে সারি সারি রাখা দূরপাল্লার সব যানবাহন। যেসব যানে চড়ে রাতে ও সকালে ঢাকায় নেমেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের মুখেই রাস্তা ডাইভারশন করেছে সেনাবাহিনী। সেখানে শুধু ডানে টার্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় বা পরিকল্পনা কমিশনের সামনে দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে আগারগাঁও থেকে খামারবাড়ি ফার্মগেট যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। হেঁটে যেতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তবে পথে পথে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ রাখা হয়েছে। এর বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানগুলো মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করছে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে। ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.