The Daily Adin Logo
জাতীয়
এদিন প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

শ্বেতপত্র প্রকাশ করলো আইসিটি বিভাগ

শ্বেতপত্র প্রকাশ করলো আইসিটি বিভাগ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আইসিটি বিভাগের ওয়েবসাইটে তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্বেতপত্র প্রকাশের এ তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইসিটি খাতে বিগত সরকারের সময় গৃহীত বিভিন্ন উদ্যোগে সংঘটিত অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর শ্বেতপত্রটি চূড়ান্তভাবে প্রস্তুত করে বিভাগে দাখিল করেছে।”

এতে আরও বলা হয়, “শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ৩ এপ্রিল আইসিটি বিভাগের জন্য টাস্কফোর্স গঠন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রজ্ঞাপন জারি করে। টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিল বিগত সরকারের সময় আইসিটি বিভাগের আওতায় সম্পাদিত সব চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে অনিয়ম ও অব্যবস্থাপনার তদন্ত করে একটি সমন্বিত ‘আইসিটি শ্বেতপত্র’ প্রণয়ন করা।

সরকার আশা ব্যক্ত করেছে, এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ ও দুর্নীতি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.