The Daily Adin Logo

নতুন ‘স্পার্ক গো ৩’ উন্মোচন করলো টেকনো

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

নতুন ‘স্পার্ক গো ৩’ উন্মোচন করলো টেকনো

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘স্পার্ক গো ৩’। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিবে এই ডিভাইসটি বলে দাবি প্রতিষ্ঠানটির।

স্পার্ক গো ৩ -তে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।  ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি-৭২৫০ অক্টা-কোর প্রসেসর। 

ফোনটিতে যোগ করা হয়েছে আইপি৬৪ যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়। রয়েছে ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন। ব্যবহারকারীর সুবিধা ও নিরাপদ আনলকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির ক্ষেত্রে ‘স্পার্ক গো ৩’-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরো সহজ করে তুলতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে টেকনো এআই। তাৎক্ষণিক সহায়তার জন্য রয়েছে ‘আস্ক এলা’, সহজে ও দ্রুত তথ্য বুঝতে সহায়তা করতে ‘ওয়েব সামারি’, ফটো বেসড প্রবলেম সলভিং, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’ সুবিধা যা ভাষাগত যোগাযোগকে করে আরো সহজ। 

ফোনটিতে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বিশেষ সুবিধা হিসেবে যোগ করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০ যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা সম্ভব। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমের স্পার্ক গো ৩ ব্যবহারকারীদের দেয় একটি স্মুথ অভিজ্ঞতা। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও এফএম রেডিও। 

ফোনটি বাংলাদেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাবে। এর ৬৪ জিবি+৮ জিবি (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); এবং ১২৮ জিবি + ৮ জিবি (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.