The Daily Adin Logo
রাজধানী
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-বাইকের সংঘর্ষে নিহত ২

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-বাইকের সংঘর্ষে নিহত ২

রাজধানীর মালিবাগসংলগ্ন মৌচাক উড়ালসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ওরফে আশিক (২১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ইয়াসিন। এ সময় তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সংঘর্ষে অটোরিকশার ভেতরে গুরুতর আহত হন চালক নয়ন। সকাল ছয়টার দিকে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে অটোরিকশাচালক নয়নকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। তাঁকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ইয়াসিনের ফুফা জাহাঙ্গীর আলম বলেন, ‘সে (ইয়াসিন) থার্টি ফাস্ট নাইট উদ্‌যাপন করতে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে জানতে পারি, ইয়াসিন বেঁচে নেই।’

ইয়াসিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) করছিলেন। তিনি মা-বাবার সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদায় থাকতেন। তাঁর বাবার নাম জহিরুল ইসলাম। এছাড়া নয়ন সপরিবার রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.