The Daily Adin Logo
রাজনীতি
ময়মনসিংহ প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভালুকায় সাংবাদিকদের সঙ্গে এনসিপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ভালুকায় সাংবাদিকদের সঙ্গে এনসিপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুর ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় ডা. জাহিদুর ইসলাম তাঁর রাজনৈতিক দর্শন, দলীয় অবস্থান এবং ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য। এসব লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতাই গণতন্ত্রকে শক্তিশালী করে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সরাসরি মতামত নেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রস্তাবিত সংস্কারের পক্ষে বা বিপক্ষে গণভোটের মাধ্যমে জনগণকে হ্যাঁ বা না বলার সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে তিনি গণভোটের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া এবং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. জাহিদুর ইসলাম স্থানীয় সমস্যা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দিন মাস্টার, যুগ্ম সমন্বয়কারী মোসতাক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুসফিক আহমেদ অপূর্ব এবং ময়মনসিংহ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হ্নদয় সিকদার। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.