The Daily Adin Logo
প্রান্তলোক

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

এনসিপি নেতাকে গুলি, অল্পে প্রাণরক্ষা

এনসিপি নেতাকে গুলি, অল্পে প্রাণরক্ষা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে অল্পের জন্য তিনি প্রাণ রক্ষা পেয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওই নেতার নাম হাবিব চৌধুরী। হাবিব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন।পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে তারা মোগড়খাল এলাকায় মোটরসাইকেলটি দেখতে আসেন। প্রায় এক ঘণ্টা ধরে তারা মোটরসাইকেলটি পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করেন।

একপর্যায়ে একজন মোটরসাইকেলটি ‘টেস্ট ড্রাইভ’-এর কথা বলে চালাতে শুরু করেন। ঠিক তখনই অপর ব্যক্তি হাবিব চৌধুরীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করেন এবং এক রাউন্ড গুলি ছোড়ে দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। হাবিব মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে আরও একটি গুলি ছোড়েন। দুটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয় এবং ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাবিব চৌধুরী বলেন, ‘‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। একজন টেস্ট করার কথা বলে বাইকে ওঠে, আরেকজন হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাগ্য ভালো, গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। ফাঁদ পেতে জুলাইযোদ্ধা হাবিবকে গুলি করা হয়েছে। তার শরীরে গুলি লাগলে তিনিও শহিদ হাদির মতো শহিদ হতেন। শহিদ হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল, একই কায়দায় হাবিব চৌধুরীকেও টার্গেট করা হয়।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ এর নেপথ্যের নির্দেশদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।”

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.