শীতের তীব্রতার মধ্যেই দেশের ২৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে হিসেবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে।”
তিনি আরও বলেন, “এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তীতে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন বিরাজ করবে।”
রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, খুলনা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। মোট ১৭টি পর্যবেক্ষণাগারে রেকর্ড হওয়া তাপমাত্রা অনুযায়ী এ তথ্য পাওয়ার কথা জানান নাজমুল হক।
আবহাওয়া অধিদপ্তর বলছে, “বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, “বৃহস্পতিবার থেকে সোমবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।”
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময়ে নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বলা হয়েছে পূর্বাভাসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









