বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ইব্রাহীম হোসেন (৭০) ও তার ছেলে জাহিদ হাসান ইলিয়াসকে (৪১ কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইব্রাহীম হোসেন ও তার ছেলে জাহিদ হাসান ইলিয়াস সাগাটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহীম হোসেনের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাকের জমি নিয়ে বিরোধ রয়েছে। বুধবার সকাল ১১টার দিকে আব্দুর রাজ্জাক ও তার লোকজন সাগাটিয়া কবরস্থানের পাশে ইব্রাহীম হোসেনের জমি দখলের চেষ্টা করে। এ সময় ইব্রাহীম হোসেন বাধা দিলে আব্দুর রাজ্জাক ছোরা দিয়ে ইব্রাহীমকে কোপাতে থাকে।
সংবাদ পেয়ে বাবাকে রক্ষা করতে জাহিদ হাসান ইলিয়াস ঘটনাস্থলে পৌছলে তাকেও কুপিয়ে আহত করেছে রাজ্জাক। আহত বাবা ও ছেলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে আব্দুর রাজ্জাক ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্বজনরা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় জাহিদ হাসান ইলিয়াস বাদি হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলছুমা খাতুন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে অপ্রীতিকর ঘটনার একটি অভিযোগ পেয়েছি। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাওছার/ন্যাশনাল/এদিন



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









