ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সিলেট টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৬ রান। চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয়।
রবিবার (৪ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান। চট্টগ্রামের বোলারদের বোলিং নৈপুণ্যে শুরুতেই সিলেটের ব্যাটাররা বিপর্যস্ত হয়ে পড়ে । নিয়মিত বিরতিতে হারাতে থাকে একের পর এক উইকেট।
আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। তিনি এক ছয় ও চারটি চারে ৪১ বলে ৪৪ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।
চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী ও মির্জা বেগ। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।
চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন, ১২৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেননি। উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১১৫ রান। ৩৭ বলে ৫২ রান করে নাঈম শেখ যখন সাজঘরে ফেরেন, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১২ রান। তিনি ৩ ছক্কা ও ৪ চারে ম্যাচসেরা ৫২ রানের ইনিংসটি খেলেন।
আরেক ওপেনার রসিংটন সাদমান ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করেন। রসিংটন ৮ চার ও ২ ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৭৩ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন। আর সাদমান অপরাজিত থাকেন ৩ রানে। এ জয়ে ৬ পয়েন্টে শীর্ষে উঠেছে চট্টগ্রাম


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









