The Daily Adin Logo
জাতীয়
এদিন ডেস্ক

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আপডেট: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

পোস্টাল ভোটে নিবন্ধন ১৪ লাখ

পোস্টাল ভোটে নিবন্ধন ১৪ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে এই বিপুল সংখ্যক ভোটারের নিবন্ধনকে আশাব্যঞ্জন এবং বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ইতোমধ্যে নিবন্ধনকারী ৬ লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।

তিনি বলেন, এ পর্যায়ে আমাদের টার্গেট ১৫ লাখ ভোটারকে নিবন্ধন করা।

সালীম আহমাদ খান বলেন, প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানা সঠিকভাবে দেওয়া হয়নি। সঠিক ঠিকানা দেওয়ার জন্য তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে।

ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার আরো জানান, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে বিপুল সাড়া পাওয়া গেছে এবং  ইসি’র টার্গেট ফিলাপ হয়েছে। তিনি বলেন, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ সময় বাড়ানো হবে কি-না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে।

প্রবাসী বাংলাদেশী ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন।

আজ সোমবার  সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৯৫ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৫৮৩ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩২ হাজার ৬২০ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮১ হাজার ৩৬৯ জন, কাতারে ৭৪ হাজার ৮৬২ জন ও ওমানে ৫২ হাজার ৪৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৬ লাখ ৬২ হাজার ১৫৬ জন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লায় ১ লাখ ৫ হাজার ৩৯০ জন। এরপরই ঢাকায় ৯৯ হাজার ৩৯৩ জন এবং চট্টগ্রামে ৮৮ হাজার ৭২৯ জন। 

এদিকে, আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন ১৫ হাজার ৬০৩ জন নিয়ে সবার ওপরে রয়েছে। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১৩ হাজার ৫৭২ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে বিশ্বের অন্তত ৭৫টি দেশে অবস্থানরত ৬ লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় নিবন্ধিত হতে পারছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.