The Daily Adin Logo
জাতীয়
এদিন ডেস্ক

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আপডেট: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে নিহত

অজ্ঞাত ৮ শহীদের পরিচয় শনাক্ত

অজ্ঞাত ৮ শহীদের পরিচয় শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে ১১৪ জনের মরদেহ উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে নতুন করে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

এই আট জন হলেন-

• মো. মাহিন মিয়া (৩০)। তার বাবার নাম গাজী মামুদ ও মায়ের নাম জোসনা বেগম। মাহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার ফুলপুর গ্রামে। মাহিন মারা যান ২০২৪ সালের ১৮ জুলাই। তার জন্ম ১৯৯৪ সালে।

• আসাদুল্লাহ (৩১); তার বাবা মৃত আব্দুল মালেক এবং মায়ের নাম আশেয়া বেগম। শহীদ আসাদুল্লাহর গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানা। আসাদুল্লাহ মারা গেছেন ২০২৪ সালের ১৯ জুলাই; তার জন্ম ১৯৯৩ সালে।

• পারভেজ বেপারী (২২); বাবা সবুজ বেপারী ও মা শামসুন্নাহার। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বারোহাটিয়া গ্রামে। ২০০২ সালে জন্ম নেওয়া পারভেজ মারা গেছেন ২০২৪ সালের ১৯ জুলাই।

• রফিকুল ইসলাম (৫১); বাবা মৃত আব্দুল জব্বার শিকদার। রফিকুল ইসলামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার সাতকাছিনা গ্রামে। ১৯৭৩ সালে জন্ম নেওয়া রফিকুল মারা গেছেন ২০২৪ সালের ১৯ জুলাই।

• সোহেল রানা (৩৭); বাবা মৃত মো. লাল মিয়া ও মা রাশেদা বেগম। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানায়। সোহেল রানার জন্ম ১৯৮৭ সালে; মারা গেছেন ২০২৪ সালের ১৮ জুলাই।

• রফিকুল ইসলাম (২৮); বাবা মৃত খোরশেদ আলম। রফিকুলের বাড়ি ফেনী জেলায়। ১৯৯৬ সালে জন্ম নেওয় এই তরুণ মারা গেছেন ২০২৪ সালের ১৯ জুলাই।

• ফয়সাল সরকার (২৫); তার বাবার নাম শফিকুল ইসলাম। ফয়সালের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার কাচিমারা গ্রামে। ফয়সালের জন্ম ১৯৯৯ সালে; তিনি মারা গেছেন ২০২৪ সালের ২২ জুলাই।

• ৫৮ বছর বয়সী কাবিল হাসানের বাবা মৃত বুলু মিয়া, মায়ের নাম ছামেনা বেগম। তার বাড়ি ঢাকার মুগদা থানার গলিতে। তিনি মারা গেছেন ২০২৪ সালের ২ অগাস্টে।

সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়।প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ডিএনএ নমুনার মাধ্যমে এরইমধ্যে ৮ জন অজ্ঞাতপরিচয় শহীদের পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.