The Daily Adin Logo
ক্রীড়ালোক

প্রকাশিত: শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

আপডেট: শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

শেষ ওভারে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

শেষ ওভারে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস।

শুক্রবার (৯ জানুয়ারি) বিপিএলের ১৯তম ম্যাচে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ২ উইকেটে জয় তুলে নেয় মেহেদিরা।

চট্টগ্রামের ওভারপ্রতি প্রয়োজন ছিল সাত রানেরও কম। কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে মাত্র ছয় বলের ব্যবধানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ২৮ রানে চার উইকেট হারানোর পর ম্যাচ যেন রাজশাহীর দিকেই হেলে পড়েছিল।

সেই বিপর্যয় সামাল দিতে পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ ৪০ রানের জুটি গড়েন মেহেদি হাসান ও হাসান নেওয়াজ। পরে নেওয়াজের সঙ্গে আসিফ আলী যোগ হলে চাপ আরও কিছুটা কমে এবং ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় ৩৫ রান।

তবে শেষদিকে রিপন মণ্ডল ও তানজিম হাসান সাকিবের আঁটসাঁট বোলিংয়ে আবারও ম্যাচে ফেরে রাজশাহী।

চট্টগ্রামের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। অফ স্পিনার এসএম মেহরবের প্রথম তিন বলে ৮ রান এলেও পরের দুই বলে ডট দিয়ে নাটক বাড়ান নেওয়াজ। কিন্তু শেষ বল লং অফে ঠেলে দেওয়া শটে নেওয়াজ ও শরীফুল ইসলাম তুলে নেওয়া প্রয়োজনীয় দুই রান উল্লাসে ভাসায় চট্টগ্রাম শিবিরকে।

গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ও ফিল্ডিংয়ের ভুল রাজশাহীর জন্য কাল হয়ে দাঁড়ায়। বিপরীতে চাপের মুখেও ঠান্ডা মাথার ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস।

এর আগে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদি হাসান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভালো শুরুর পরেও চতুর্থ ওভারে মোহাম্মদ ওয়াসিম আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমরা সুবিধা করতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এসএম মেহরব। আকবর আলী ১৬ বলে ১৭ রান করেন, আর শেষদিকে তানজিম হাসান সাকিব ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।

চট্টগ্রামের পক্ষে আমের জামাল ২৩ রানে তুলে নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

জবাব ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় চট্টগ্রাম। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দ্রুত বিদায় নেন। অধিনায়ক শেখ মেহেদী ২৫ বলে ২৮ রান করে আউট হলে দায়িত্ব পড়ে হাসান নেওয়াজ ও আসিফ আলীর ওপর।

আসিফ আলী ২৫ বলে ২৭ রান করে বিদায় নিলেও নেওয়াজ একপ্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে শেষ বলেই নিশ্চিত করেন দলের জয়।

এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে শীর্ষ অবস্থান আরো দৃঢ় করল চট্টগ্রাম রয়্যালস।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.