বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন অনুভব করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক আটক করার পর আন্তর্জাতিক আইন নিয়ে বিশ্বের অন্যান্য দেশ যখন এ বিষয়ে কথা বলছেন তারমধ্যেই বিতর্কিত এ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, তার সিদ্ধান্ত ও কর্মকাণ্ড পরিচালিত হবে কেবল তার নিজস্ব নৈতিকতা দ্বারা। আন্তর্জাতিক আইন মানা বা না মানার বিষয়টি তার নিজস্ব ব্যাখ্যার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি কারো ক্ষতি করতে চাই না।’
এরআগে শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। অভিযানের একপর্যায়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।
এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের এ সামরিক হস্তক্ষেপ জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে।
হামলার পর ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে থাকবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহার করা হবে।
হোয়াইট হাউস জানায়, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করবে। একই সঙ্গে বলা হয়, ওয়াশিংটন ভেনেজুয়েলার নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব বজায় রাখবে।
ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নির্দেশনা অমান্য করা হলে দ্বিতীয় দফা সামরিক হামলার পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









