রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে যায়। এ ঘটনায় ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকাল ৭টা ৫০ মিনিটে জল মলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে।
এতে বলা হয়, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি বাজারের ভেতরে উল্টে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটে মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে সেখানে পুঠিয়া ফায়ার স্টেশন ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিহতরা হলেন- নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানায়, পুঠিয়ার ঝলমলিয় কলাহাটে নাটোর অভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঝলমলিয়া কলার হাটে আসা লোকজন হতাহত হয়।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘সকালে ঝলমলিয়া বাজারের কলা হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলা হাটের মধ্যে উল্টে যায়। এতে ৪ জনের মৃত্যু হয়।’
নিহত ৪ জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম জানান, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







