গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্কের জেরে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূ। শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত সাবিনা ইয়াসমিন ওই এলাকার সৌকত হোসেনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার মো. শামসুদ্দিনের ছেলে সুজনের (৩০) নাম উঠে এসেছে।
নিহতের স্বামী সৌকত হোসেন জানান, বাড়ির পাশের একটি খোলা মাঠে কয়েকজন যুবক ব্যাডমিন্টন খেলছিলেন। তাঁদের ছেলে শাওন মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করার অনুরোধ জানালে খেলোয়াড়দের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাঠের আলো নিভে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে শাওনকে মারধর শুরু করেন। ছেলেকে বাঁচাতে সাবিনা ইয়াসমিন এগিয়ে গেলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
ধাক্কায় মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। তাৎক্ষণিকভাবে তাঁকে আমিও একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









