মাজার জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন সদস্য।
শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় ওমানের সালালা এলাকার তামরিদ নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার (৪০), তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ (২৩) ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার (৩০)।
আরও জানা যায়, সাকিবুল নিজের গাড়ি নিয়ে তার ভগ্নিপতি দিদারুল আলমসহ সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালায় মাজার জিয়ার করতে গিয়েছিলেন কয়েকদিন আগে। শুক্রবার মাজার জিয়ারত শেষে মাসকাট ফেরার পথে তামরিদ এলাকায় পৌঁছালে উটের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই চালক সাকিবুল ও দিদার নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে বিলকিস আকতারের মৃত্যু হয়।
এ ঘটনায় সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা (২০) ও তাদের তিন বছরের মেয়ে তাইবা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওমানে থাকা সাকিবের চাচা মো. জাহাঙ্গীর বলেন, ‘পরিবারটি হজরত আইয়ুবের (আ.) মাজার জিয়ারত শেষে ফিরছিল। ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই— সবাই একসঙ্গে এভাবে চলে যাবে, তা কখনো কল্পনাও করিনি।’
সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









