The Daily Adin Logo

ক্লাউড কোর্টইয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

ক্লাউড কোর্টইয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

ঢাকার অভিজাত রুফটপ ডাইনিং ও ইভেন্ট ভেন্যুর তালিকায় যুক্ত হলো নতুন নাম—ক্লাউড কোর্টইয়ার্ড। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত এই একমাত্র রুফটপ রেস্তোরাঁটি। যা প্রিমিয়াম ডাইনিং ও সামাজিক আয়োজনের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গুলশান-১, গুলশান-২ ও প্রগতি সরণি থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত ক্লাউড কোর্টইয়ার্ডে একসঙ্গে ১০০ জনেরও বেশি অতিথি ধারণের সক্ষমতা রয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্পোরেট মিটিং, ব্যবসায়িক লাঞ্চ ও ডিনার, প্রি ও পোস্ট ওয়েডিং অনুষ্ঠান, জন্মদিন, বার্ষিকীসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনের জন্য এটি একটি আধুনিক, বহুমুখী ও সুবিধাজনক ভেন্যু।

আধুনিক ও মার্জিত নকশা, খোলা আকাশের মনোরম দৃশ্য, উষ্ণ আতিথেয়তা এবং খাঁটি লাইভ কাবাব ও গ্রিল অভিজ্ঞতা—সব মিলিয়ে ক্লাউড কোর্টইয়ার্ড অতিথিদের জন্য নিয়ে এসেছে এক অনন্য রুফটপ অভিজ্ঞতা। এখানে স্বাদ, সৌন্দর্য ও আকাশ মিলেমিশে তৈরি করে স্মরণীয় মুহূর্ত।

ক্লাউড কোর্টইয়ার্ড ঢাকার ডাইনিং ও ইভেন্ট জগতে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.