The Daily Adin Logo

বাণিজ্য মেলায় নজর কাড়ছে নর্থ সাউথ গ্রুপের স্টল

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

বাণিজ্য মেলায় নজর কাড়ছে নর্থ সাউথ গ্রুপের স্টল

বাণিজ্য মেলায় নর্থ সাউথ গ্রুপের আবাসন স্টল

রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনের ঢল নেমেছে ক্রেতা-দর্শনার্থীদের। পরিবার-পরিজন, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে আসছেন মেলায়। 

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকেই বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশি-বিদেশি নানা পণ্যের স্টল ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আবাসন খাতে আগ্রহী দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ছে নর্থ সাউথ গ্রুপের আবাসন স্টল। মেলার অস্থায়ী মসজিদ ও শিশু পার্ক সংলগ্ন গ্রুপটির ৩ নম্বর স্টলে সারাদিনই দেখা গেছে আগ্রহী দর্শনার্থীদের ভিড়।

স্বপ্নের আবাসনের সাধ ও সাধ্যের দূরত্ব কমাতে নর্থ সাউথ গ্রুপ মেলায় নিয়ে এসেছে প্রিমিয়াম ল্যান্ড ও আবাসন প্রকল্প। সকল নাগরিক সুবিধাসহ শতভাগ বসবাসযোগ্য রেডি প্লট ও ফ্ল্যাট বুকিংয়ে মেলা উপলক্ষে দেওয়া হচ্ছে বর্ষসেরা মূল্যছাড়। মেলা চলাকালীন বুকিংয়ে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি এককালীন ক্রয়ে ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

স্টলের দায়িত্বে থাকা সিনিয়র এক্সিকিউটিভ রেদোয়ান মন্ডল জানান, নর্থ সাউথ গ্রুপ আবাসিক অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক কমপ্লেক্স নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে পূর্বাচলের আবাসিক প্রকল্প ‘নর্থ সাউথ গ্রিন সিটি’, পূর্বাচল ৩০ নম্বর সেক্টর-সংলগ্ন ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’ এবং শ্রীনগর আন্ডারপাস-সংলগ্ন ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে একাধিক অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে।

স্টল ঘুরে দেখা যায় কেউ সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট খুঁজছেন, কেউ আবার ভবিষ্যৎ বিনিয়োগের জন্য প্লট সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দর্শনার্থীদের প্রকল্প, কিস্তি সুবিধা ও মেলার বিশেষ অফার সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন।

২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নর্থ সাউথ গ্রুপ বিভিন্ন ধরনের আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করে আসছে। চলমান আবাসন সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.