ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলালের মা সন্থাকুমারী ৯০ বছর বয়সে মারা গেছেন। খবর ফিল্মফেয়ার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোচির এরনাকুলামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রতিবেদনে জানা যায়, মায়ের মৃত্যুর সময়ে বাড়িতে ছিলেন না মোহনলাল। একটি সিনেমার শুটিং করছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়ি ফেরেন এই তারকা। বুধবার (৩১ ডিসেম্বর) সন্থাকুমারীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গত কয়েক বছর ধরে নানা ধরনের স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন মোহনলালের মা। প্রায় এক দশক আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি; তারপর থেকে শয্যাশায়ী ছিলেন। বহু বছর ধরে তার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
মোহনলালের মায়ের মৃত্যুতে বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী, মাম্মতি, কমল হাসানসহ ভারতের দক্ষিণী সিনেমার তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







