The Daily Adin Logo
জাতীয়
নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন: চিরনিদ্রায় ‘আপসহীন নেত্রী’ বেগম জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন: চিরনিদ্রায় ‘আপসহীন নেত্রী’ বেগম জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।


দাফনে অংশ নেন খালেদা জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ পরিবারের সদস্যরা।


দাফন শেষে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে গান স্যালুট দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার, বিএনপি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিউগল বাজানো হয় এবং মোনাজাতের মাধ্যমে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।


জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষ জানাজায় অংশ নেন।


বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।


এর আগে বেলা ১২টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়। বেলা ১১টা ৪ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে তারেক রহমান, জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মরদেহবাহী গাড়িবহর রওনা হয়।


জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি লিভার, কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।


তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জানাজার দিন এক দিনের সাধারণ ছুটিও দেওয়া হয়। পাশাপাশি বিএনপি দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


দাফনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার পার্থিব জীবনাবসান হলেও, তার রাজনৈতিক কর্ম ও অবদানের মাধ্যমে তিনি দেশের মানুষের স্মৃতিতে চিরদিন বেঁচে থাকবেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৫, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.