বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত নায়িকা অধরা খান সুদূর কানাডা থেকে নতুন বছরের শুরুতেই দারুন চমক জাগানিয়া খবর দিলেন। এই উঠতি তারকা জানিয়েছেন, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’ ছবি দু'টি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে।
কিন্তু এই পুরোনো খবরের পাশাপশি নতুন বছরের শুরুতেই জোড়া সুখবর দিয়েছেন। বেশ লম্বা সময় ধরে কানাডায় অবস্থানের কারণে সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। সেখানকার বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন অধরা খান।
অধরা জানান, বেশকিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনচিত্র। একই সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে জানুয়ারিতেই। সেখানে যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রজেক্টের সঙ্গেও।
এই প্রজেক্ট সম্পর্কে অধরা বলেন, ‘এখানে একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনী লেখা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।’
অধরার দুটি দেশীয় চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটিতে কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে।
অধরা বলেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। খুব শীঘ্রই দেশে ফিরবো।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









