The Daily Adin Logo
চিত্রলোক
চিত্রলোক প্রতিবেদক

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

আপডেট: রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

শীতার্তদের পাশে মানবিক রাজ রিপা

শীতার্তদের পাশে মানবিক রাজ রিপা

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রাজধানী ঢাকাও এর বাইরে নয়। হাড়কাঁপানো শীতে যখন ঘরবন্দি মানুষের কষ্ট কমছে না, তখন খোলা আকাশের নিচে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্দশা আরও ভয়াবহ। এমন বাস্তবতায় গভীর রাতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা।

গত বুধবার গভীর রাতে কম্বল হাতে রাজধানীর গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছুটে যান রাজ রিপা। কখনো হেঁটে, কখনো গাড়িতে করে তিনি ও তার সহযোগীরা খুঁজে খুঁজে শীতার্ত মানুষদের গায়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন।

রাতের নিস্তব্ধতায় এমন মানবিক উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। কেউ কেউ চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল পেয়ে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, ‘‘এই শীতে কেউ খোঁজ নেয়নি। আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন এটাই অনেক বড় পাওয়া।’’

কম্বল বিতরণের পাশাপাশি শীতার্তদের দুঃখ-দুর্দশার কথাও মনোযোগ দিয়ে শোনেন এই চিত্রনায়িকা। যাদের প্রয়োজন বেশি, এমন দুস্থ ও গরিব মানুষদের অগ্রাধিকার দিয়ে সহায়তা তুলে দেন তিনি।

মানবিক উদ্যোগ নিয়ে রাজ রিপা বলেন, ‘‘শৈত্যপ্রবাহের কারণে আমরা ঘরে কম্বল ও গরম পোশাক পরেও কষ্ট পাচ্ছি। তখন মনে হয়েছে রাস্তায় খোলা আকাশের নিচে থাকা মানুষগুলো কীভাবে এই তীব্র শীত সহ্য করছে! সেই অনুভূতি থেকেই গভীর রাতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ও আমার বন্ধুদের সহযোগিতায় প্রকৃত শীতার্তদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। সুযোগ পেলে ভবিষ্যতেও এভাবে সাহায্য চালিয়ে যাব।”

চলচ্চিত্রের আলো ঝলমলের বাইরে মানবিকতার আলোয় নিজেকে মেলে ধরার এই উদ্যোগে প্রশংসিত হচ্ছেন রাজ রিপা। শীতের রাতে অসহায় মানুষের জন্য তার এই সহমর্মিতা নিঃসন্দেহে এক অনুকরণীয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.