The Daily Adin Logo

মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের অভ্যন্তরে মার্কিন হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার আশঙ্কায় ওই অঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সদস্য সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৪ জানুয়ারি) নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প ও ইরানের নেতাদের পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা বাড়ছে। তাই যুক্তরাষ্ট্র পূর্ব সতর্কতা হিসেবে ঘাঁটিগুলো থেকে কিছু সদস্য সরিয়ে নিচ্ছে।

আজ এর আগে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রতিবেশী যেসব দেশে যুক্তরাষ্ট্রের সেনারা রয়েছেন সেসব দেশকে সতর্ক করে দিয়েছে তেহরান।

সতর্ক করে আরও জানিয়েছেন, ওয়াশিংটন হামলা করলে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করবে তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে দেশটিতে হামলা চালানোর হুমকি দিচ্ছেন।

একটি মানবাধিকার সংস্থার হিসাব অনুসারে, ইরানে চলমান বিক্ষোভে নিহত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৬০০ জন। এই বিক্ষোভকে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানে দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.