The Daily Adin Logo

ড. মাসুদের প্রচেষ্টায় বাউফলে সড়ক উন্নয়নে বরাদ্দ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম

ড. মাসুদের প্রচেষ্টায় বাউফলে সড়ক উন্নয়নে বরাদ্দ

পটুয়াখালীর বাউফল উপজেলা নাজিরপুর ইউনিয়নবাসীর জন্য এসেছে বড় সুখবর। জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে নাজিরপুর ইউনিয়নের সড়ক উন্নয়নে প্রায় সাত কোটি টাকার বরাদ্দ অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

  
বরাদ্দপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে নূরাইনপুর থেকে সুলতানাবাদ হয়ে বাংলাবাজার পর্যন্ত ৫ দশমিক ৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও তাঁতেরকাঠি মাঝের খেয়া থেকে ধানদীর দিকে ২ দশমিক ৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ পাস হয়েছে।

এই দুটি সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় নাজিরপুর ইউনিয়নের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলে ভোগান্তি ছিল নিত্যদিনের। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

নাজিরপুর ইউনিয়নবাসী এই উন্নয়ন বরাদ্দের জন্য ডক্টর মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

নাজিরপুর ইউনিয়নের এই উন্নয়ন বরাদ্দে স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা গেছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

নাজিরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “এই রাস্তাগুলোর অবস্থা এত খারাপ ছিল যে মালামাল আনা–নেওয়াই কষ্টকর হয়ে পড়েছিল। এখন সংস্কার হলে ব্যবসা-বাণিজ্যে বড় সুবিধা হবে। ডক্টর মাসুদের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।”

নূরাইনপুর এলাকার বাসিন্দা ও কৃষক রফিকুল ইসলাম বলেন, “বর্ষাকালে রাস্তায় হাঁটা যেত না, ধান নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট হতো। এই রাস্তা ঠিক হলে আমাদের মতো কৃষকদের জীবন অনেক সহজ হবে।”

সুলতানাবাদ গ্রামের গৃহবধূ শিউলি বেগম বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যেতে ভোগান্তির শেষ ছিল না। রাস্তা ভালো হলে জরুরি সময়ে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হবে।:

স্থানীয় যুবক ও শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “কলেজে যেতে প্রতিদিন কাদা আর গর্তের সঙ্গে লড়াই করতে হতো। উন্নত রাস্তা হলে পড়াশোনার পরিবেশও ভালো হবে।”'

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শুরু ও সঠিক মান বজায় রেখে বাস্তবায়ন করা হবে।'

 

কাওছার/ন্যাশনাল/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.