ইরান পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
সোমালিয়ার প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। বর্তমানে সোমালিয়া নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের অনুরোধে ‘ইরান পরিস্থিতি’ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সূচি সংক্রান্ত এক নোটে বলা হয়েছে, ‘ইরান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং’—শীর্ষক এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের অনুরোধে আহ্বান করা হয়েছে।
বিগত ১২ দিন ধরে চলা ইরানের এই আন্দোলনে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মনে করছে, বর্তমান পরিস্থিতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এর সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।
আজকের বৈঠকে ইরানের মানবাধিকার পরিস্থিতি ও বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে রাশিয়া ও চীন এই আলোচনাকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









