চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) বেলা ১১ টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে প্রথম জানাজা সম্পন্ন হয়। ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে জীবননগর পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, গত সোমবার রাতে অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই শরিফুল ইসলাম কাজল জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো মামলা হিসেবে এজাহারভুক্ত হয়নি বলে জানা গেছে।
ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের করেছেন। কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামানকে।
কাওছার/ন্যাশনাল/এদিন



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









