The Daily Adin Logo

এবারের ভোট হবে উৎসবমুখর : আদিলুর রহমান

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

এবারের ভোট হবে উৎসবমুখর : আদিলুর রহমান

ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, ভোট উৎসবমুখর হবে। এমন মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেট বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের ভবিষ্যৎ আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরী। রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদ এর পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে।

আদিলুর রহমান খাঁন বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখুর।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সিলেট বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন স্থানীয় সরকার উপদেষ্টা। এসময় তিনি বলেন, ‘যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।’

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেটে সিটি কপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.