The Daily Adin Logo

পোস্টাল ভোট নিবন্ধিতদের তথ্য যাচাইয়ের নির্দেশ ইসির

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

পোস্টাল ভোট নিবন্ধিতদের তথ্য যাচাইয়ের নির্দেশ ইসির

পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের দেওয়া তথ্য মূল ভোটার তালিকার সঙ্গে যাচাই করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত ভোট রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিশেষ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন রিটার্নিং কর্মকর্তারা।

সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

ইসি জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং এবং আউট অব কান্ট্রি ভোটিং প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।

পরিপত্রে ICPV & OCV জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ICPV & OCV ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে বা ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারদের প্রত্যয়নপত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

এতে আরও জানানো হয়েছে, নিবন্ধিত ICPV & OCV ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে।

প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে এক কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার নিকট সরবরাহ করতে হবে এবং আরেক কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.